মিরপুর থেকে: পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বল হাতে ইনিংসের সূচনা করতে আসেন টাইগার দলপতি মাশরাফি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের টাইগাররা পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে পাকিস্তান অধিনায়ক আজহার আলি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
এর আগে সফরকারি পাকিস্তানকে হারিয়ে ১৬ বছরের আক্ষেপ ঘুঁচেছে বাংলাদেশ দলের। ১৯৯৯ সালের ৩১ মে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের কাছে হেরে বসে ১৯৯২’র বিশ্বকাপ জয়ীরা। তার ১৬ বছর পর গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হারের লজ্জা পায় পাকিস্তান দল।
প্রথম ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা না থাকায় তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, দ্বিতীয় ওয়ানডেতে ফিরেছেন মাশরাফি।
শনিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে দলের হয়ে নিজের ১৫০তম ম্যাচ খেলতে যাওয়া মাশরাফি জানান, সিরিজ জয়-ই বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলি, সাঈদ আজমল, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিম।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫
এমআর