ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৩৯ রান যথেষ্ট ছিল না: আজহার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
২৩৯ রান যথেষ্ট ছিল না: আজহার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজ হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাক-অধিনায়ক আজহার আলী বলেছেন, ম্যাচ জয়ের জন্য ২৩৯ রান যথেষ্ট ছিল না।



রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান করে পাকিস্তান দল। মাত্র ৭৭ রানে পাকিস্তান দলের পাঁচ উইকেট তুলে নিয়ে শুরুতেই ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ দল। তামিম ইকবালের অপরাজিত সেঞ্চুুরিতে (১১৬*)  ৭১ বল হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচ হারের ব্যাখ্যা দিয়ে পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেন, ‘কোনো সন্দেহ নেই আজকের উইকেট খুব ভালো ছিল। ৩০০ প্লাস স্কোর করার মতো উইকেট পেয়েছিলাম। প্রথমেই আমরা একের পর এক উইকেট হারিয়েছি। আসলে ২৩৯ রান জয়ের জন্য যথেষ্ট ছিলনা। বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। ’

তামিম ইকবালের ইনিংস সম্পর্কে আজহার বলেন, ‘দুটি ইনিংসেই সে (তামিম) খুব ভালো ব্যাটিং করেছে। সাহস নিয়ে খেলেছে সে। ’

সিরিজের শেষ ম্যাচ প্রসঙ্গে পাক-অধিনায়ক বলেন, ‘আমরা কোনো ডিপার্টমেন্টেই ভালো করতে করতে পারিনি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবগুলো জায়গায় আমাদের উন্নতি করতে হবে। দলের তরুণ খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস আছে। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। ’

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।