ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতি রোধে বিসিসিআই’র পরামর্শক নিয়োগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
দুর্নীতি রোধে বিসিসিআই’র পরামর্শক নিয়োগ নিরাজ কুমার ও জাগমোহন ডালমিয়া

ঢাকা: আগেই ঘোষণা করা হয়েছিল, দুর্নীতি প্রতিরোধে অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হবে। অবশেষে তা বাস্তবায়ন করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সোমবার (২০ এপ্রিল) পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দিল্লি পুলিশ কমিশনার নিরাজ কুমার।

এছাড়াও ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার মধুসুদন শর্মা দুর্নীতি বিরোধী ইউনিটে নিয়োগ পেয়েছেন। বিসিসিআই’র পক্ষ থেকে এমনটি জানানো হয়।

আইপিএল’র চেয়ারম্যান রাজীব শুক্লার সভাপতিত্বে পরিচালনা পরিষদের মিটিংয়ে নিরাজকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিসিসিআই প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া বলেন, ‘মূলত ‍আইপিএলকে কেন্দ্র করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকে শক্তিশালী করার প্রক্রিয়া গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। ’

এর আগে গত ১৪ এপ্রিল বিসিসিআই প্রেসিডেন্ট ডালমিয়া দুর্নীতি দমন ইউনিটকে শক্তিশালী করতে অভিজ্ঞ ও দক্ষ পরামর্শক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) পরিচ্ছন্ন ও বিতর্কের উর্ধ্বে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০১৩ সালে অনুষ্ঠিত আইপিএল’র ষষ্ঠ আসরে ফিক্সিংয়ের ঘটনা ঘটে। যার প্রধান হোতা ছিলেন বিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন। যা নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।