ঢাকা: মাত্র ১৯ বছর বয়সী মুস্তাফিজর রহমানকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদের ব্যখ্যা ছিল এমন-‘অনূর্দ্ধ-১৯ দল ও ‘এ’ দলের হয়ে সে দারুণ বোলিং করে আমাদের নজড় কেড়েছে। মুস্তাফিজ একজন মেধাবী বোলার ও তার ডেলিভারীতে যথেষ্ট বৈচিত্র্য আছে, যা শর্ট ভার্সনে কার্যকরী হতে পারে।
নির্বাচকদের আস্থার প্রতিদান প্রথম ম্যাচেই দিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের ছেলে মুস্তাফিজ। শুক্রবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ‘বুম বুম’ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্মরণীয় সাফল্য দেখিয়েছেন এই বাঁহাতি পেসার।
দলীয় ৫০ রানের মাথায় নিজের দ্বিতীয় স্পেলে শহিদ আফ্রিদিকে সাজঘরে পাঠান মুস্তাফিজ।
এরপর নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলে মোহাম্মদ হাফিজকে এলবিডব্লুউ’র ফাঁদে ফেলেন এই সুইং-বোলার। ইনিংসের আঠারোতম ওভারে মাত্র ৪ রান দেন তিনি।
এর আগে প্রথম স্পেলে দুই ওভার বল করে মাত্র পাঁচ রান দেন মুস্তাফিজ। যার মধ্যে ৯টি ডট বল করেন এই পেসার। মুস্তাফিজের সুইংয়ে পাকিস্তানী দুই ওপেনার আহমেদ শেহজাদ ও মুক্তার আহমেদ বোকাই বনে গিয়েছিলেন!
সব মিলিয়ে চার ওভার বোলিং করে ২০ রানে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দারুণ বোলিং করে অভিষেকেই সম্ভাবনার দ্যূতি ছড়িয়েছেন। জাতীয় দলের বাঁহাতি পেসার সৈয়দ রাসেলের পর হয়তো আরো এক বাঁহাতির উত্থান হলো টাইগার শিবিরে!
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকে/আরএম