ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ম্যাথুজে আস্থা লঙ্কান বোর্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, মে ১৪, ২০১৫
ম্যাথুজে আস্থা লঙ্কান বোর্ডের

ঢাকা: শ্রীলঙ্কার অধিনায়কের পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন দলটির তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



টি-টোয়েন্টির জন্য লঙ্কানদের কে নেতৃত্ব দেবে এমন বিষয়ে সিদ্ধান্ত না নিলেও দেশটির ক্রিকেট নির্বাচকমন্ডলী ওয়ানডে আর টেস্টে ম্যাথুজের উপর আস্থা রেখেছেন।

সম্প্রতি উইজডেন ইন্ডিয়াস ক্রিকেটার হিসেবে বর্ষসেরার পুরস্কার উঠে ম্যাথুজের হাতে।

শ্রীলঙ্কার লিজেন্ড ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের পর ২০১৩ সালে অধিনায়কের দায়িত্ব পান ম্যাথুজ। এরপর থেকে দলটির টেস্ট এবং ওয়ানডে ফরমেটের নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে লঙ্কানদের অভিজ্ঞ তিন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, দিলশান আর জয়াবর্ধনে খেলেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ১৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।