ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ইংলিশ বর্ষসেরা জো রুট-শার্লোট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, মে ১৯, ২০১৫
ইংলিশ বর্ষসেরা জো রুট-শার্লোট জো রুট ও শার্লোট এ্যাডওয়ার্ড

ঢাকা: ব্রিটিশ স্পোর্টস জার্নালিস্ট ২০১৪-১৫’তে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জো রুট। সোমবার এক ঘোষণার মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



২৪ বছরের এ তারকা গত ১২ মাসে জাতীয় দলের হয়ে প্রায় ৯৫ গড়ে ১,১৩৫ রান করেছেন। এছাড়া ওয়ানডেতে তিনি ইংল্যান্ডের হয়ে তিনটি সেঞ্চুরি করেছেন।

সম্প্রতি রুট ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হন। এ পদ পেতে রুটকে জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও গ্যারি ব্যালেন্সের মতো তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।

এদিকে ইংল্যান্ডের নারী বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বর্তমান দলের অধিনায়ক শার্লোট এ্যাডওয়ার্ড। এর আগে তিনি গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।