কক্সবাজার শেখ কামাল একাডেমি স্টেডিয়াম থেকে: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেই নামিবিয়া পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এখন পর্যন্ত ক্রিকেটে এটিই তাদের সবচেয়ে বড় অর্জন।
তাই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোটেলে তেমন বড় উদযাপন করেনি নামিবিয়া দল। আরও ভালো কিছু অর্জনের অভিজ্ঞতা জমা করেই বিশ্বকাপ শেষে বড় উদযাপন করতে চায় তারা।
সোমবার কক্সবাজার শেখ কামাল একাডেমি মাঠে সেই স্বপ্নের কিছু নমুনা দেখেছে উপস্থিত দর্শকরা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলীয় অধিনায়ক জেন গ্রিন। মাঠে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিংবা ব্যাটিং-কিপিংয়ে দারুণ পারফরমার হলেও সাংবাদিকদের সামনে যেন বেশ আনকোরা নামিবিয়া অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকাকে হারালেন, কেমন উদযাপন হলো এমন প্রশ্নে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে যা বললেন তার মূল কথা দাঁড়ায়, ‘আমরা একেবারে বিশ্বকাপ শেষে উদযাপন করতে চাই। আমাদের সব ফোকাস এখন কালকের ম্যাচে। ’
বাংলাদেশকে নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বকাপে যেকোন কিছু হওয়া সম্ভব। আমাদের আত্মবিশ্বাস আমরা যেকোন টিমকেই হারাতে পারি।
দক্ষিণ আফ্রিকাকে হারালেন কোন শক্তির বলিয়ানে এমন প্রশ্নে জেন গ্রিনের উত্তর, আমরা জেতার জন্যই মাঠে নেমেছিলাম। আমরা উজাড় করে দিয়ে খেলেছি। দল হিসেবে খেলে জিতলাম।
নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে এ প্রথমবারের মত কোনো দল বিশ্বকাপে কোয়ার্টারে গেল। এতে আমরা খুবই এক্সসাইটেড। এ বিশ্বকাপটা খুবই স্মরণীয় হয়ে থাকবে আমাদের। আমরা সবাইকে একটা মেসেজ দিতে চাই। যোগ করেন জেন গ্রিন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি