ময়মনসিংহ: ময়মনসিংহের আনন্দমোহন কলেজে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান বিভাগ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন- আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, উপাধাক্ষ্য প্রফেসর ড. গাজী হাসান কামাল, সাবেক এমপি ও আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তাক আহমেদ রুহী, সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিল্ল, মুকুল সরকার, আনন্দমোহন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জহিরুল হক, জেলা আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব প্রমুখ।
এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ। ব্যাটিংয়ে নেমে হিসাববিজ্ঞান বিভাগ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন জাহাঙ্গীর আলম।
১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে হিসাববিজ্ঞান বিভাগের অধিনায়ক রিজভীর দুর্দান্ত বোলিংয়ে ১৬.৪ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ। রিজভী ৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
২০১৫ সালের ১০ ডিসেম্বর কলেজের ১৮টি বিভাগের অংশগ্রহণে এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএম