ঢাকা: ভারত-পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেটারদের মাঝে বাড়তি চাপ। সমর্থকদের প্রতাশ্যা মেটানো, গ্যালারি ভরা দর্শকদের হুংকারের মাঝেও শান্ত থেকে খেলতে হয়।
বড় ম্যাচের চাপ নিতে পারেনি পাকিস্তান-এ জন্য হারতে হয়েছে বলে মনে করছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান আরব আমিরাতের কোচ আকিব জাভেদ।
রোববার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর একাডেমি মাঠে আরব আমিরাতের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার। এ সময় পাক-ভারত ম্যাচ নিয়ে আকিব বলেন, ‘পাকিস্তানের হারের মূল কারণ বড় ম্যাচের চাপ নিতে পারা। হারের ভয় ঢুকে পড়া। ক্রিকেট খেলাটা যতটা না স্কিলের, তার চেয়ে বেশি মাথা আর মনোবলের। আমাদের ক্রিকেটাররা এখানেই হেরে গেছে। পাকিস্তান ইনিংসে দুটি রান আউট তা প্রমাণ করে। ’
শুধু গতকালের ম্যাচেই নয়, ভারতের বিপক্ষে পাকিস্তানের হার যেন এখন ধরাবাধা নিয়মে পরিণত হয়েছে। টি-টোয়েন্টিতে দুই দলের ৭ ম্যাচের লড়াইয়ে পাকিস্তান জিতেছে মাত্র একটিতে। অথচ আকিব জাভেদ যখন পাকিস্তান দলের ফাস্ট বোলার তখনকার দৃশ্যপট ছিল পুরোটাই ভিন্ন ছিল। তখন ভারতের চেয়ে এগিয়ে থাকতো পাকিস্তানই।
অতীতের সে স্মৃতিতে ফিরে গেলেন আকিব-যখন পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগ (৯০ এর দশকে), ‘আমাদের সময় ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমরা তেমন কিছু ভাবতামই না। জানতাম আমরা মাঠে নামব আর ওদের স্রেফ উড়িয়ে দেব। এখন ম্যাচের আগে দলের ভেতর ক্রিকেট ছাড়াও আরও অনেক কিছু ঢুকে পড়ে। সবাই বাড়িতে ফোন করে, বাবা-মা, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চায়। এই করতে হবে, সেই করতে হবে, এসব ভাবে। ’
এখনকার ক্রিকেটাররা অনেক চাপে থাকেন বলে মনে করেন তিনি। পারফরম্যান্সে এর একটি প্রভাব আছে বলে মনে করেন আকিব। তিনি বলেন, ‘এখনকার ক্রিকেটাররা আগেই অনেক চাপ নিয়ে নেয়। আমাদের সময় আমরা এসব ভাবতামই না। আমাদের সেই মানসিকতা এখন ভারতীয় দলে দেখি। এরা চাপ নিতে পারে, ভেঙ্গে পড়ে না। ’
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসকে/আরএম