ঢাকা: টাইগার ব্যাটসম্যান মাঠে ঝড় তুলবেন আর তা রেকর্ডের পাতায় স্থান পাবে না এমনটি বোধ হয় না হওয়াটা অস্বাভাবিক! রোববার (২৮ ফেব্রুয়ারি) এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে সাকিব-সাব্বির জুটি।
টাইগারদের পক্ষে টি২০-তে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ স্কোরের পাশাপাশি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে চর্তুথ উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ ৮২ রানের জুটি গড়েছেন সাব্বির।
দলীয় শূন্য ও দুই রানে দুই উইকেট হারায় টাইগাররা। দলের পারফরম্যান্সে হতাশ ভক্তদের জন্য ‘আশার আলো’ হয়ে তৃতীয় স্থানে ব্যাট করতে আসেন সাব্বির। ব্যাট হাতে সাব্বিরের দাপট প্রথমে টের পার লঙ্কান পেসার কুলাসেকারা। ওই ওভারে ১৮ রান নেওয়া সাব্বির ১৩তম ওভারের প্রথম বলে জয়সুরিয়াকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক করেন। এখানে ক্ষান্ত না হয়ে পরের দুই বলেও মেরেছেন বাউন্ডারি।
৫৪ বলে তিন ছক্কা ও ১০ চারে আউট হওয়ার আগে ১৪৮ স্ট্রাইক রেটে সাব্বির করেন ৮০ রান।
চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের স্কোর ১১২, করেছেন ইংলিশ মরগান ও পিটারসেন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৬ পাকিস্তানের হাফিজ ও শোয়েব মালিক জুটির। আর টাইগাদের চেয়ে মাত্র আট রান এগিয়ে তৃতীয় স্থানে প্রোটিয়া ডুমিনি ও ক্যালিস জুটির ৯০ রান।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৬
জেডএস
** নান্দনিক ব্যাটিংয়ে তৃতীয় অর্ধশতক সাব্বিরের