ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। তবে আঙ্গুলের চোটের কারণে কিউইদের ইনিংসে উইকেটের পেছনে থাকা হয়নি নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের।
ক্যাচের শুরুটা ইমরুল করেন স্বাগতিকদের ওপেনার জিত রাভালকে দিয়ে। কামরুল ইসলাম রাব্বির বলে ২৭ রান করা রাভালের ক্যাচটি লুফে নেন। তাসকিনের বলে হাফসেঞ্চুরি করা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দ্বিতীয় ক্যাচে পরিণত করেন তিনি।
ম্যাচের চতুর্থ দিন বাকি তিনটি ক্যাচ নেন ২৯ বছর বয়সী ইমরুল। শুভাষীশ রায়ের অভিষেক উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ দিয়ে যার শুরু। পরে মাহমুদউল্লার বলে বিজে ওয়াটলিংয়ের (৪৯) ক্যাচটি নেন। আর রাব্বির বলে নেইল ওয়াগনারের ক্যাচটি নিয়ে রেকর্ডের পাত্র হন ইমরুল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২২৪৬ নম্বর টেস্ট দেখছে ক্রিকেট বিশ্ব। এমন ঘটনা এর আগে কখনো দেখেনি বিশ্ব ক্রিকেট।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস