ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত আসরটিতে লন্ডন স্টেডিয়াম সহ মোট ১২টি ভেন্যুতে খেলা হবে। যেখানে ৪৮টি ম্যাচ হওয়ার সূচি রয়েছে।
মোট ৬০ হাজার দর্শকের মাঠটিতে একটি ম্যাচ থাকবে স্বাগতিক ইংলিশদের। যার টিকিট ইতোমধ্যে বিক্রি শেষ। এই ভেন্যুটি দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় মাঠ লর্ডস (৩০ হাজার দর্শক) থেকে দ্বিগুণ আসন থাকবে।
এ ব্যাপারে ইসিবির প্রধান নির্বাহি টম হ্যারিসন জানান, ‘যুক্তরাজ্যে বিশ্বকাপে ৬০ হাজার দর্শকের স্টেডিয়ামটি পাওয়া হবে দুর্দান্ত। লন্ডন স্টেডিয়ামের কাঠামো অসাধারণ। এত বড় মাঠ এই দেশে দ্বিতীয়টি নেই। ’
এদিকে সবচেয়ে বড় মাঠ হলেও এই ভেন্যুতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। যদিও ২০১২ অলিম্পিকের অনুষ্ঠান এখানেই হয়েছিল।
২০১৯ সালের ৩০ মে থেকে বিশ্বকাপের আসর শুরু হবে। আর ফাইনালের মধ্যদিয়ে ১৫ জুলাই আসরটির পর্দা নামবে। ৫০ ওভারের সবচেয়ে বড় এই আসরটিতে এবার সরাসরি আটটি দল অংশগ্রহণ করবে। আর বাছাইপর্ব খেলে বাকি দুই দেশ উঠে আসবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৬
এমএমএস