ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে ডাক পড়লো ঘূর্ণিজাদু মিরাজের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
ওয়ানডেতে ডাক পড়লো ঘূর্ণিজাদু মিরাজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগারদের টেস্ট স্কোয়াডে নির্ভরতার প্রতীক হয়ে যাওয়া মেহেদি হাসান মিরাজের ডাক পড়েছে ওয়ানডেতে। সাদা জার্সিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আগেই। এবার রঙ্গিন জার্সিতে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেন।

অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ও অফস্পিন অলরাউন্ডার মিরাজকে স্কোয়াডে রাখায় আগের ১৬ সদস্যের দলটি এখন ১৭’তে গিয়ে ঠেকলো।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মিরাজের দলে জায়গা পাওয়ার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে বাংলাদেশে বসতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছিল মিরাজকে। টেস্টে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন তিনি। এবার ওয়ানডেতে ডাক পাওয়ায় আবারো উড়াল দিতে হচ্ছে শ্রীলঙ্কায়। তাই ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপ সিরিজ খেলা হচ্ছে না মিরাজের।

১৭ সদস্যের দল:
তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাষিশ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।