ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জমে উঠেছে হেডেংলি টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
জমে উঠেছে হেডেংলি টেস্ট ছবি:সংগৃহীত

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার হেডেংলি টেস্ট বেশ জমে উঠেছে। ফলে তৃতীয় দিন শেষেও কোনো দলকে খুব একটা এগিয়ে রাখা যাচ্ছে না। ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ৪২৭ রান করলে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৭১ রান করে। দুই রানের লিড নিয়েছে স্বাগতিকরা ইংলিশ শিবির।

ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ওপেনার মার্ক স্টোনম্যানের ৫২ ও অধিনায়ক জো রুটের অপরাজিত ৪৫ রানে ভালো সংগ্রহ করে দলটি। ২১ রানে অপরাজিত আছেন ডেভিড মালান।

ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ২৫৮ করে ইংল্যান্ড।

এর আগে ৩২৯ রানে দ্বিতীয় দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে আর ৯৮ রান যোগ করে। ১৪৭ রানে থাকা শাহি হোপ কোনো রান না যোগ করতেই প্যাভিলিওনে ফেরেন। ৪৯ করেন ব্ল্যাকউড। হোল্ডারের ব্যাট থেকে আসে ৪৩ রান।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। বেন স্টোকস নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।