ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘নির্বাচন মামাবাড়ির আবদার নয়’—তামিমকে পরামর্শক বদলাতে বললেন আসিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, অক্টোবর ৬, ২০২৫
‘নির্বাচন মামাবাড়ির আবদার নয়’—তামিমকে পরামর্শক বদলাতে বললেন আসিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র জমা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে, একই সময় চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আসিফের পথ সুগম হয়।

তামিম ও বিসিবি নির্বাচন প্রসঙ্গে আসিফ বলেন, ‘নির্বাচন একটা যুদ্ধ। এটা কোনো মামার বাড়ির আবদার নয়। ঘরে বসে কেউ সভাপতি হতে পারে না। তার (তামিমের) সামনে আদালতে যাওয়ার বা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। তাই বর্জনের কোনো যৌক্তিকতা দেখি না। ’

তিনি আরও যোগ করেন, ‘যাদের কথায় তামিম বারবার সিদ্ধান্ত বদলায়, তামিমের উচিত তার পরামর্শদাতাদের বদলানো। ’

এর আগে বিসিবি নির্বাচন প্রসঙ্গে আসিফ আরও বলেন, ‘তামিম ইকবাল আমাদের দেশের সেরা ওপেনার। নির্বাচনে না আসাটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যদি তারা (তামিম ও তার দল) নির্বাচনে অংশ নিয়ে পরে বলত যে প্রক্রিয়ায় সমস্যা আছে, সেটা আমরা বুঝতাম। কিন্তু তারা আগেভাগে সরে যাওয়ায় বিষয়টা একপাক্ষিক হয়ে গেল। আমি এখানে কোনো প্রভাব বা ইনফ্লুয়েন্স দেখি না। এটা কেবল বোঝার ভুল, বোঝানোর ভুল। ’

ভবিষ্যতে তামিমের প্রশাসনিক ভূমিকায় আসার সম্ভাবনা নিয়েও আশাবাদী আসিফ। তিনি বলেন, ‘তামিমের বয়স এখনো বেশি না। সামনে বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান রাখার সুযোগ আছে। কাদা ছোড়াছুড়ি নয়, আমরা চাই তামিমের ইতিবাচক ইমেজ আরও শক্ত হোক। ’

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।