ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচনে ভোট দেননি, নিজেই জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, অক্টোবর ৬, ২০২৫
বিসিবি নির্বাচনে ভোট দেননি, নিজেই জানালেন তামিম ছবি: সংগৃহীত

আজ সকাল থেকে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচন। এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের।

তবে গত অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।  

কিন্তু আজ হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তামিম ভোট দিয়েছেন। যা অস্বীকার করেছেন তিনি। নিজের ভেরিফায়েরড ফেসবুক পেইজ থেকে তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেননি, ভোটও দেননি

তামিম লিখেছেন, 'অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নিইনি বা ভোট দিইনি। '

একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (১ অক্টোবর) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তামিম।  

এদিকে আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দিনের শুরুতেই উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা, প্রার্থীদের আনাগোনা ও গণমাধ্যমের ভীড়। বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হবে। এরপর শুরু হবে গণনা।  

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দিতে পারবেন।  

তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা শুধু ভোট দিতে পারবেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিশেষ করে তামিম ইকবাল, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীদের সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব কোটা বা ক্যাটেগরি-২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই ফিকে হয়ে গেছে।  

তবুও এই ক্যাটাগরিতে ১৭ জন প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে ১২ জন নির্বাচিত হবেন। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটেগরি-১ এ মোট ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক, তবে ৯ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।