বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রকাশ করা হয় প্রাথমিক ফলাফল।
‘বি’ ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, তবে ভোট দিয়েছেন মাত্র ৪৪ জন কাউন্সিলর। এর মধ্যে ৩৪ জন ই-ভোটের মাধ্যমে, আর ৯ জন উপস্থিত থেকে ভোট দিয়েছেন। বাকী ৩৩ জন ভোট প্রদান থেকে বিরত থাকেন। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন। ৫ জন ই-ভোটে, ৩৭ জন সরাসরি উপস্থিত থেকে।
অঞ্চলভিত্তিক ভোটেও পার্থক্য স্পষ্ট ছিল। রাজশাহী বিভাগের ৯ ভোটের মধ্যে পড়েছে ৭টি। ৬টি ই-ব্যালটে ও একটি সরাসরি। রংপুর বিভাগে ৯টির মধ্যে ৫টি ভোট কাস্ট হয়। তিনটি ই-ভোট ও দুটি সরাসরি।
সবচেয়ে বেশি আলোচনায় ‘সি’ ক্যাটাগরি, যেখানে ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট।
ক্যাটাগরি-১: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি-২: ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩: খালেদ মাসুদ পাইলট
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুজন হলেন: এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
এফবি/এমএইচএম