ব্যক্তিগত ১১ রানে নতুন জীবন পাওয়া কামিন্স অ্যাশ্টন অ্যাগারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন। এ দু’জনের জুটিতে তাকিয়ে অজিরা।
গ্লেন ম্যাক্সওয়েলকে (২৩) মুশফিকুর রহিমের স্ট্যাম্পিংয়ের শিকার বানিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। ১৪৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে (৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে তৃতীয় শিকারে পরিণত করেন মেহেদি হাসান মিরাজ।
প্রথম সেশনের শেষ ওভারে (৩৬তম) পথের কাঁটা ওপেনার ম্যাট রেনশকে (৪৫) স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে অজিদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান সাকিব। একরাশ স্বস্তিই পান সৌম্য। তাইজুলের করা আগের ওভারেই যে সহজ ক্যাচ মিস করে ফেলেছিলেন। সাকিবের বলেও প্রথম চান্সে পারেননি। বল উপরে ওঠাতেই মেলে রক্ষা।
সোমবার (২৮ আগস্ট) দ্বিতীয় দিনের শুরুতেই স্টিভেন স্মিথের (৮) উইকেট দিয়ে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মিরাজ। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন অজি অধিনায়ক। দলীয় ৩৩ রানে চার উইকেট হারিয়ে সাবধানী ব্যাটিংয়ে দলের হাল ধরেন রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্বকে (৩৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। এ জুটি থেকে আসে ৬৯।
এর আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষ বিকেলে সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৯ ওভার ব্যাটিং করে ১৮ রানেই ৩ উইকেট হারায় অজিরা। ২৪২ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করে মুশফিকবাহিনী।
অজিদের ইনিংসের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। উসমান খাজা মাত্র ১ রানেই রানআউটের শিকার হন। আর নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লায়ন সাকিববের বলে এলবিডব্লু হয়ে শূন্য রানেই বিদায় নেন। আরেক ওপেনার রেনশ ও স্মিথ অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬০ রান করে টাইগাররা। ১০ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান দেড়শ’ (১৫৫) রানের জুটি গড়েন। কিন্তু দু’জনই সেঞ্চুরি বঞ্চিত হন। তামিম ৭১ করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিদায় নেন। শতক থেকে ১৬ রান দূরে থাকতে নাথান লায়নের শিকার হন সাকিব (৮৪)।
নাসির হোসেন (২৩), মুশফিকুর রহিম (১৮) ও মিরাজ (১৮) কিছুটা অবদান রাখলেও বাকিরা হতাশ করেন। ফলে প্রথম ইনিংসে তিন’শ রানও করা সম্ভব হয়নি। অজি বোলারদের মধ্যে স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও পেসার প্যাট কামিন্স তিনটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমআরএম