অ্যাওয়ে সিরিজের শুরুতেই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ টিম বাংলাদেশ। সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে টাইগাররা।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরণ ও শট সিলেকশন নিয়ে হতাশাই প্রকাশ করেছেন। একই সঙ্গে টস জেতার পর বোলিং নেওয়ার সিদ্ধান্তকেও দুষছেন তিনি। টিম কম্বিনেশন নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে তাইজুল ইসলামকে একাদশে রাখা দরকার ছিল।
উইকেট নিয়ে আতহারের ভাষ্য, ‘বাংলাদেশ ম্যানেজমেন্ট মনে করেছিল উইকেট হবে বাউন্সি আর অনেক পেসবান্ধব। কিন্তু কন্ডিশন তাদের হতাশ করেছে কারণ এটা এমন উইকেট ছিল বাংলাদেশ দেশের মাটিতেই তাতে অভ্যস্ত। ’
পচেফস্ট্রুমে ব্যাটসম্যানদের বাজেভাবে আউট হওয়াটা মানতে পারছেন না আতহার, ‘এখানে ব্যাটসম্যানরা কেন বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে তার কোনো কারণ আমি খুঁজে পাই না। তারা যেভাবে উইকেট হারিয়েছে এটাও উদ্বেগের কারণ। ভালো ডেলিভারিতে আউট হলে দোষারোপ করা হতো না কিন্তু তারা এমন বলে প্যাভিলিয়নের পথ ধরেছে যা মোটেও উইকেট নেওয়ার মতো ছিল না। ’
আগামী শুক্রবার (৬ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে। ব্লুমফন্টেইনে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এমআরএম