আগে ব্যাট করা ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান তুলেই অলআউট হয়। জবাবে, ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছে যায়।
ভারতের রোহিত শর্মা ৮, শিখর ধাওয়ান ২, কোহলি ০, মনিষ পান্ডে ৬ রান করে বিদায় নেন। কেদার যাদব ২৭, ধোনি ১৩ আর হারদিক পান্ডে করেন ২৫ রান। মেষ দিকে কুলদীপ যাদব ১৬ রান করেন। অস্ট্রেলিয়ার জ্যাসন বেহরেনডর্ফ ৪ ওভারে ২১ রান খরচায় তুলে নেন টপঅর্ডারের চারটি উইকেট। অ্যাডাম জাম্পা ২ উইকেট নেন।
১১৯ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া দলীয় ১৩ রানেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (৮) এবং দলপতি ওয়ার্নারকে (২) হারায়। এরপর আর কোনো উইকেট খোয়াতে হয়নি। ৪৬ বলে চারটি করে চার ও ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন মইসেস হেনরিকস। ৩৪ বলে ৫টি চার, একটি ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন ট্রেভিস হেড।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭
এমআরপি/আরআর