ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভালো নেই মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, অক্টোবর ১৫, ২০১৭
ভালো নেই মোসাদ্দেক ভালো নেই মোসাদ্দেক-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তরুণ উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের শারীরিক অবস্থা ভালো না। দুঃসময় যেন পিছু ছাড়ছে না জাতীয় দলের এ তারকার। কিছুদিন আগে চোখের সমস্যা নিয়ে বেশ ভোগান্তিতে ছিলেন। এবার নতুন করে আক্রান্ত হয়েছেন ভাইরাস জ্বরে।

সম্প্রতি চোখের চিকিৎসা পর মোসাদ্দেক অনুশীলনের ছাড়পত্র পেয়েছিলেন। কিন্তু অনুশীলন কি শুরু করবেন? উল্টো আবার অসুস্থ হওয়ায় বিশ্রামেই থাকতে হচ্ছে এ অলরাউন্ডারকে।

মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করতে ব্যর্থ হলেও আপাতত বাসায় বসেই পুনর্বাসন কাজ চালাচ্ছেন মোসাদ্দেক।  

এর আগে চোখের কর্নিয়ায় ইনফেকশন হওয়ায় মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন মোসাদ্দেক। ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া সিরিজের দুই ম্যাচের প্রথমটিতে ডাক পেয়েছিলেন। তবে একদিন পরই চোখের ইনজুরির কারণে ছিটকে যান।

অস্ট্রেলিয়া সিরিজের পর টাইগারদের চলমান দক্ষিণ ‍আফ্রিকা সফরেও দলের সঙ্গে নেই মোসাদ্দেক। আর জাতীয় আবার কবে ফিরবেন সেই নিশ্চয়তাও নেই। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টেস্টে জয় পেয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ