ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চুক্তি ভেঙে জাতীয় দলে ফিরলেন টেইলর-জারভিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
চুক্তি ভেঙে জাতীয় দলে ফিরলেন টেইলর-জারভিস জাতীয় দলে ফিরলেন টেইলর-ছবি:সংগৃহীত

ইংলিশ কাউন্টি ক্রিকেটের কলপাক চুক্তি ভেঙে জিম্বাবুয়ে জাতীয় দলে আবারও ফিরলেন সাবেক অধিনায়ক ব্র্যান্ডন টেইলর ও পেসার কাইল জারভিস। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

যেখানে ১৬ সদস্যের এই দলে রাখা হয়ছে অলরাউন্ডার সলোমান মিরেকেও।

২০১৫ বিশ্বকাপের পর অর্থনৈতিক সমস্যার কারণে জাতীয় দল ছেড়ে কাউন্টিতে কলপাক চুক্তি করেন টেইলর।

কাছাকাছি সময় চলে যান জারভিসও। কলপাক চুক্তিতে ক্রিকেটাররা খেললে জাতীয় দলে খেলার সুযোগ থাকে না। তবে সম্প্রতি নির্বাচক টাটেন্ডা টাইবুর কঠোর প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়।

সর্বশেষ জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মাটিতে এক ম্যাচের টেস্ট খেলেছিল। সেখানে প্রায় জেতা ম্যাচ হেরে যায়। কিন্তু সেই দলের থেকে এবারের দলে বাদ পড়ে সাত ক্রিকেটারের নাম। শুধুমাত্র তেন্দাই চাতারা ইনজুরির কারণে ছিটকে গেছেন।

আগামী ২১ অক্টোবর থেকে বুলাওয়েতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল।

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, পিটার মুর, রেগিস চাকাভা, মাইকেল চিনোয়িয়া, ক্রিস এমপোফু, কাইল জারভিস, তেন্দাই চিসোরো, নায়সা মায়াভো।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।