ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার ১৯৫ রান তাড়া করে বাংলাদেশ তুলেছিল ১৭৫ রান। ২০ রানে হেরেছিল ম্যাচটি।
টাইগারদের দলপতি সাকিব জানিয়েছেন, ‘হাই-স্কোরিং ম্যাচ হবে বলে মনে হচ্ছে। আগে ব্যাটিং করলে ১৮০ না করলে সুযোগ খুবই কম থাকবে। আর যদি পরে ব্যাটিং করি চেষ্টা থাকবে যেন ওদেরকে কম রানে আটকাতে পারি। একমাত্র জয়ই আমাদের চাওয়া। আমি সতীর্থদের সেভাবেই বলে দিয়েছি। নিজেদের সেরাটা দিয়েই খেলবে তারা। এই সফরে আর কী বা আছে? জয় ছাড়া আর কিছু দেখি না। ’
সাকিব আরও জানান, ‘নির্দিষ্ট কোনো বিভাগ নিয়ে টার্গেট করিনি। সব বিভাগেই ভালো করতে চাই। প্রথম ম্যাচের ভুলগুলো ঠিক করে দ্বিতীয় ও শেষ ম্যাচে নামবো। আমরা প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারিনি। শেষ ম্যাচে একটা দল হিসেবে আমরা কতটা ভালো খেলি সেদিকে দৃষ্টি থাকবে। আমাদের কিছু উন্নতির জায়গা আছে। সেগুলো করতে পারলে আরও একটা ভালো ম্যাচ হওয়া সম্ভব। ’
পচেফস্ট্রুম টেস্ট দিয়ে যেখানে শুরু হয়েছিল বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর, সেখানেই শেষ হচ্ছে। সেখানেই টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। শেষটা রাঙিয়ে খানিকটা হলেও প্রাপ্তি নিয়ে যেতে চান সাকিব।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এমআরপি