ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এবার জরিমানা গুণতে হচ্ছে কুমিল্লাকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, নভেম্বর ৩০, ২০১৭
এবার জরিমানা গুণতে হচ্ছে কুমিল্লাকে অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং অন্যদের ২০ শতাংশ টাকা জরিমানা দিতে হচ্ছে।

ঢাকা: বিপিএলে স্লো ওভার রেটের দায়ে জরিমানা করা হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এর আগে একই অপরাধে জরিমানা গুণতে হয়েছে মাশরাফির রংপুর রাইডার্সকে।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে স্লো ওভার রেটের দায়ে ভিক্টোরিয়ান্সকে জরিমানা করা হয়েছে। অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং অন্যদের ২০ শতাংশ টাকা জরিমানা দিতে হচ্ছে।

ম্যাচ রেফারি নাইমুরের দেওয়া শাস্তি অধিনায়ক তামিম ইকবাল মেনে নেওয়ায় বিষয়টি নিয়ে শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এইচএল/এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ