ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে আউট শেহজাদ, আজহার ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, ডিসেম্বর ২৪, ২০১৭
পাকিস্তানে আউট শেহজাদ, আজহার ইন পাকিস্তানে আউট শেহজাদ-ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে বাদ পড়েছেন ওপেনার আহমেদ শেহজাদ। তবে দলে ফিরেছেন আরেক ওপেনার আজহার আলী।

আজহারের সঙ্গে দলে আরও ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, ফাস্ট বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিন ও তারকা ফাস্ট বোলার মোহাম্মদ ‍আমির।

কিন্তু ইনজুরির কারণে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেসার জুনায়েদ খান ও উসমান খান।

আগামী ছয় জানুয়ারি ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

পাকিস্তানের ওয়ানডে দল:
শরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলী, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, হরিস সোহেল, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী, আমির ইয়ামিন, রুমান রাইস।

ইন: আজহার আলী, মোহাম্মদ নওয়াজ, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির।

আউট: আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, উসমান খান।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।