বৃথাই গেল এই ভেন্যুতে অজি ওপেনার অ্যারন ফিঞ্চের ইংল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওডিআই সেঞ্চুরির কীর্তি। ৩০৫ রানের লক্ষ্যটা ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
১১০ বলে ৯১ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক জো রুট। রয়ের ১৫১ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার ও ৫টি ছক্কার মার। দু’জনের তৃতীয় উইকেট জুটি ২২১ রানের।
দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। অন্যটি মার্কাস স্টয়নিসের।
এর আগে টস জিতে স্টিভেন স্মিথদের ব্যাটিংয়ে পাঠান রুট। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩০৪ রান তোলে অজিরা। ফিঞ্চের ব্যাট থেকে আসে ১১৯ বলে ১০৭। অর্ধশতক হাঁকান মিচেল মার্শ (৫০) ও স্টয়নিস (৬০)। টিম পেইন করেন ২৭। ডেভিড ওয়ার্নার ২, স্মিথ ২৩ রানে সাজঘরে ফেরেন।
লিয়াম প্লাঙ্কেট তিনটি উইকেট দখল করেন। আদিল রশিদ নেন দু’টি। একটি করে ক্রিস উকস, মার্ক উড ও মঈন আলী।
ব্রিসবেনে আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমআরএম