তাই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে দলটির হার নিয়ে মোটেও আত্মতুষ্টিতে ভুগছেন না ম্যাথুস। বুধবারের (১৭ জানুয়ারি) ম্যাচটিকে সামনে রেখে তিনি ও তার দল সর্বোচ্চ সতর্কতাই অবলম্বন করছেন, ‘কাল আমাদের শুরুটা ভালো করতে হবে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন। লঙ্কান দলপতি এসময় সংবাদ মাধ্যমকে ত্রিদেশীয় সিরিজে নিজেদের লক্ষ্যের কথাটিও জানিয়ে রাখলেন।
‘টুর্নামেন্টে সেরা হওয়াই আমাদের লক্ষ্য। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। একথা ঠিক জয় গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এগুবেন তখন প্রতিটি অ্যাঙ্গেল থেকেই দেখতে হবে। ’
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলেও জানিয়ে রাখলেন ম্যাথুস, ‘জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় ভালো খেলেছে। ওরা ভালো দল। ওদের সব প্লেয়াররাই দেশের জন্য খেলতে ফিরেছে। অতএব তারা এখন অনেক শক্তিশালী। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তারপরেও আমরা সামনে তাকাতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম