মাতারা হারিকেন খ্যাত জয়সুরিয়া ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঘরের মাঠ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচ খেলে ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে চার সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরিতে করেন ২ হাজার ৫১৪ রান। তামিম রেকর্ডটি গড়লেন মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
চলমান ত্রিদেশীয় সিরিজের আগে এ তালিকায় তৃতীয় ছিলেন তামিম। যেখানে শারজায় ৫৯ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে ২৪৬৪ রান করে দুইয়ে ছিলেন ইনজামাম-উল-হক। ২১০ রানে পিছিয়ে থেকে শুরু করা তামিম অবশ্য ইনজামামকে আগেই পেরিয়ে যান।
আর রেকর্ড গড়তে গতকালের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রান প্রয়োজন ছিল তামিমের। ২৪তম ওভারে সেই রান ছুঁয়ে ফেলেন তিনি।
জয়াসুরিয়াকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ৭৩ ইনিংস। মিরপুরে তার পাঁচ সেঞ্চুরি ছাড়া রয়েছে আরও ১৯টি হাফসেঞ্চুরি।
ওয়ানডেতে এক মাঠে দুই হাজারের বেশি রান আছে আট ব্যাটসম্যানের। তামিম ছাড়া এই তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব আবার বর্তমানে ইনজামামের পরেই আছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস