টুর্নামেন্টের ফাইনালের মিশনে নির্ভরযোগ্য দুই ক্রিকেটারের ইনজুরিতে ভাবনায় পড়েছে শ্রীলঙ্কা।
বুধবার (২৪ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে সেকথাই জানালেন লঙ্কানদের ভারপ্রাপ্ত দলপতি দিনেশ চান্দিমাল, ‘গেল দেড় বছর ইনজুরিই আমাদের দলের প্রধান বিবেচ্য বিষয়।
শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে দু’দলকেই বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। তা না হলে তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে। তবে এই প্রতিযোগতায় এখনও এগিয়ে শ্রীলঙ্কাই।
তাই ফাইনালের আগে ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি হাথুরুর শিষ্যদের জন্য অঘোষিত ফাইনাল হয়ে উঠেছে। কিন্তু লঙ্কান দলপতি বিষয়টিকে এভাবে দেখছেন না। বরং দেখছেন অন্য আট দশটি ম্যাচের মতোই, ‘দল হিসেবে আমরা ওভাবে ভাবিনি। সত্যি কথা বলতে আমাদের ভালো খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারবো শুধু ওটাই ফোকাস করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে এবং আমরা সেটাই করবো। ’
আর এই ক্ষেত্রে তাকে বেশ আত্মবিশ্বাসীও মনে হলো, ‘বাংলাদেশ যখন তাদের ঘরের মাঠে খেলে তখন তারা দল হিসেবে সত্যিই ভালো। ক্রেডিটটা তাদের দিতেই হচ্ছে। এই টুর্নামেন্টে তারা অসাধারণ কিছু ম্যাচ খেলেছে। আপনি জানেন আমরা সবাই ভুল করতে পারি, ক্রিকেটটা এমনই। তারা তাদের ঘরের মাটিতে ভালো। তবে আমাদের উচিত হবে দলের শক্তির জায়গাটি বুঝে খেলা। ’
বাংলাদেশ সময়: ১৬১৭০০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস