ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে তিনটি পরিবর্তন বাংলাদেশ একাদশে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ফাইনালে তিনটি পরিবর্তন বাংলাদেশ একাদশে মোহাম্মদ মিঠুন ও মেহেদি হাসান মিরাজ / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একটি দুটি নয়, তিনটি পরিবর্তন নিয়ে ফাইনালে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে খেলছেন মেহেদি হাসান মিরাজ ও টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

শ্রীলঙ্কা বিপক্ষে শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক বিজয়, অলরাউন্ডার নাসির হোসেন ও আবুল হাসান রাজু।

ঘরের মাঠে ২০১৪ সালে ভারতের বিপক্ষে দুটি ম্যাচের পর এই প্রথম ওয়ানডে খেলবেন মিঠুন।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে শেষবার এই সংস্করণে খেলেছিলেন মিরাজ। চলমান সিরিজে লঙ্কানদের বিপক্ষে দলের প্রথম ম্যাচে ছিলেন সাইফ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।