ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ওয়ান্ডেরেসের পিচকে ‘বাজে’ বললো আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ওয়ান্ডেরেসের পিচকে ‘বাজে’ বললো আইসিসি ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার জোহার্নেসবার্গের ওয়ান্ডেরেসে তৃতীয় টেস্ট চলাকালীন মৃত্যুকূপে পরিণত হওয়া পিচকে ‘বাজে’ হিসেবে আখ্যা দিল আইসিসি। সেই সঙ্গে ভেন্যুটিকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো।

যেখানে আগামী পাঁচ বছরের মধ্যে যদি মোট পাঁচ ডিমেরিট পয়েন্ট হয়, তবে এক বছরের জন্য নিষিদ্ধ হবে ওয়ান্ডারেস।

সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন এই ভেন্যুর পিচ ভয়ঙ্কর রূপ ধারণ করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ভারতীয়রা যেন যুদ্ধক্ষেত্রে নামেন। দ.আফ্রিকান বোলারদের বলে আহত হন বিরাট কোহলি থেকে শুরু করে মুরালি বিজয় ও চেতশ্বর পুজারার মতো ক্রিকেটাররা। পরে স্বাগতিকদের অনুরোধে ২০ মিনিট আগেই খেলা বন্ধ করা হয়।

প্রোটিয়াদের ঐতিহ্যবাহী এই ভেন্যুর পিচকে বাজে বলে জানিয়েছেন সেই ম্যাচের রেফারি অ্যান্ডি পেক্রফ্ট। তিনি জানান, শেষ টেস্টের জন্য এই পিচটি ছিল বাজে। এখানে অতিরিক্ত বাউন্স ও বলের সিমে মারাত্মক মুভমেন্ট ছিল।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।