ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওমরা পালন শেষে রোববার দেশে ফিরছেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ওমরা পালন শেষে রোববার দেশে ফিরছেন মাশরাফি ওমরা পালনে সৌদি আরবে মাশরাফি

নড়াইল: ওমরা পালন শেষে রোববার দেশে ফিরছেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা। বর্তমানে সৌদি আরবে ওমরার আনুষ্ঠানিকতা পালন করছেন তিনি।

এর আগে ৩০ জানুয়ারি (মঙ্গলবার) তিনি ওমরা পালন করার জন্য স্ত্রী ও ২ সন্তানসহ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান।

ওমরা শেষে মাশরাফি শনিবার রাত তিনটায় দেশের উদ্দেশে প্লেনে উঠবেন এবং রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য দেন মাশরাফি বিন মুর্তজার রত্নগর্ভা মা হামিদা মুর্তজা বলাকা।

ওমরা পালনে সৌদি আরবে মাশরাফিতিনি আরও বলেন, আমার পোতা-পুতনি (মাশরাফির ছেলে-মেয়ে) দুইটা আল্লাহর রহমতে খুব ভদ্র হয়েছে। ওরা ওর বাবার (মাশরাফির) মতই হয়েছে। মাশরাফির মেয়ে অনেক আগে থেকেই নামাজ পড়ে। আমার পুতনিটা আল্লাহর রহমতে খুব ভাল কোরআন তেলোয়াত করতে পারে। তারা দু’জন বাবার (মাশরাফির) সঙ্গে সৌদি গিয়ে ওমরা পালন করছে। আমি আল্লাহর কাছে সব সময় কামনা করি আমার পোতা পুতনি যেন বড় হয়ে মানুষের মত মানুষ হতে পারে। এসময় তিনি দেশবাসির কাছে মাশরাফির পরিবার ও দেশের সব ক্রিকেট‍ারদের জন্য দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।