সম্প্রতি নারাইন তার বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন। যেখানে তিনি নির্বাচকদের বলেছেন, বোলিং নিয়ে কাজ করে আত্মবিশ্বাস বাড়াতে চান।
বর্তমানে রহস্যময়ী এই স্পিনার ঘরোয়া দল ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে ৫০ ওভারের টুর্নামেন্টে খেলছেন। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডেতে খেলার জন্য এখনও নিজেকে প্রস্তুত মনে করছেন না।
সর্বশেষ তিনি গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন। আর ২০১৬ সালের অক্টোবরে আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন।
এ ব্যাপারে নারাইন বলেন, ‘আমি এখনই জাতীয় দলে ফিরতে চাই না। ঘরোয়া ক্রিকেটে নিজের মনোযোগ তৈরি করছি। আমি মনে করি জাতীয় দলের হয়ে খেলাটাই চূড়ান্ত লক্ষ্য। তোমাকে ক্রিকেটটা উপভোগ করতে হবে, ব্যাপার না এটা কোথায়। সুতরাং আমি দেখবো ঘরোয়া ক্রিকেটটা কেমন যায়। আমি এটা ভালো অনুভব করছি ও উপভোগ করছি, কেন না। ’
নারাইন জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৪৮টি টি-২০ খেলেছেন। যেখানে উইকেট পেয়েছেন যথাক্রমে ২১, ৯২ ও ৫০। তবে টি-২০তে সফল এই স্পিনার বিশ্বের প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস