পরের ওভারেই নিরোশান ডিকভেলাকেও বোল্ড করে সাজঘরে পথ দেখান তাইজুল ইসলাম। দলীয় ১১০ রানে ৬ উইকেটের পতনে ধুঁকছে লঙ্কান ব্যাটিং লাইনআপ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা টেস্টের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩১ ওভারে চার উইকেটে ১০৫। তিনটি উইকেটই রাজ্জাকের দখলে। ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অভাবটা বল হাতে পুষিয়ে দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ বাঁহাতি। ২৮তম ওভারে জোড়া আঘাত হেনে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন।
দানুশকা গুনাথিলাকাকে (১৩) মুশফিকুর রহিমের তালুবন্দি করার পর দিনেশ চান্দিমালকে (০) গোল্ডেন ডাক উপহার দেন রাজ্জাক।
চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। প্রথম ব্রেকথ্রু আসে রাজ্জাকের হাত ধরে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে প্রত্যাবর্তনের শুরুতেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান তিনি।
ষষ্ঠ ওভারের মাথায় ওপেনার দিমুথ করুণারত্নেকে (৩) ফিরিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপে কাঁপন ধরান রাজ্জাক। লিটন দাসের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। দ্রুত দু’জনের পার্টনারশিপ ভেঙে মূল্যবান উইকেট এনে দেন তাইজুল ইসলাম। সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন ডি সিলভা (১৯)। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর মেন্ডিসের সঙ্গে তার জুটিতে আসে ৪৭।
রাজ্জাকের সঙ্গে এক ম্যাচের বিরতিতে একাদশে ফিরেছেন সাব্বির রহমান। লঙ্কান টিমে টেস্ট অভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার আকিলা ধনাঞ্জয়া।
এই ম্যাচ জিতলে বা ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের অাট নম্বরে নাম লেখাবে টাইগাররা। ড্রয়ে নিষ্পত্তি হয় রান উৎসবের চট্টগ্রাম টেস্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম