সাকিব! সে তো একের ভেতরে তিন। তারও বেশি।
‘ভীষণ মিস করেছি। আমার মনে হয় ওর ব্যাটিং বা বোলিং মিস করেছি। আমরা সবাই জানি ওর সামর্থ্য। বিশেষ করে ওর বোলিং এই উইকেটে আরও ভয়ঙ্কর হতো। কারণ ওর কন্ট্রোল আরও ভালো। ’
ব্যাটসম্যানদের মানসিকতাও সাকিব দ্রুত পড়ে ফেলতে পারেন এবং ম্যাচের পরিস্থিতি তারমতো ভাল বোঝে এমন সদস্য টাইদার দলে খুব কমই আছে উল্লেখ করে রিয়াদ আরও বলেন, ‘ও ব্যাটসম্যানদের আরও রিড করতে পারে। খুব তাড়াতাড়ি ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে। আর সবাই জানে, ও একজন বিশ্বমানের ব্যাটসম্যান। সেদিক দিয়ে ওকে অনেক মিস করেছি। ’
গেল ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কনিষ্ট আঙ্গুলে চোট পেয়ে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট থেকে ছিটকে যান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে আশার কথা হলো, আঙ্গুলের ব্যাথা সেরে ওঠায় ১৫ ফেব্রুয়ারি থেকে হাথুরুর শিষ্যদের বিপক্ষে অনুষ্ঠেয় টি টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস