২৯০ রানের লক্ষ্যটা বৃষ্টির কারণে কমে দাঁড়ায় ২৮ ওভারে ২০২। ১৫ বল হাতে রেখে অনায়াসেই তা টপকে যায় দ. আফ্রিকা।
ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯। ডি ভিলিয়ার্স করেন ১৮ বলে ২৬। আইদেন মার্করাম ২২, হাশিম আমলা ৩৩, জেপি ডুমিনি ১০ রানে আউট হন। কুলদীপ যাদব দু’টি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পাণ্ডে ও যুজভেন্দ্র চাহাল নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ২৮৯ রান তোলে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি হাঁকিয়ে ১০৯ রানে থামেন শিখর ধাওয়ান। ৭৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি। ৪২ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। দু’টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। একটি করে পান মরনে মরকেল ও ক্রিস মরিস।
আগামী মঙ্গবার (১৩ ফেব্রুয়ারি) পোর্ট এলিজাবেথে ছয় ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তিনদিন পর সেঞ্চুরিয়নে একই সময়ে শেষ ম্যাচ। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিতে (১৮, ২১ ও ২৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে দু’দল। তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হার মানে কোহলির দল।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম