শেষ দিনের শেষ সেশনে খেলার নিষ্পত্তি ঘটে। ইনিংস ও ৪৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাক ক্যাপসরা।
তিনটি করে উইকেট শিকার করেন প্রথম ইনিংসের ৬ উইকেটশিকারি ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার ও লেগস্পিনার টড অ্যাস্টল। অন্যটি নেন প্রথম ইনিংসে চার উইকেটের মালিক টিম সাউদি।
বোল্ট-সাউদির পেস তোপে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ। যা তাদের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। জবাবে ৩৬৯ রানের বিশাল লিড নেয় কিউইরা। উইলিয়ামসন-নিকোলসের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক শিবির।
ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ মার্চ (শুক্রবার) থেকে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এমআরএম