ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫৮ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংস পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
৫৮ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংস পরাজয় ছবি: সংগৃহীত

অকল্যান্ডে ৫৮ রানে অলআউটের লজ্জায় ডোবা ইংল্যান্ড দ্বিতীয়বারের ব্যাটিংয়ে ৩২০ করেও ইনিংস ব্যবধানের হার এড়াতে পারেনি। দাপুটে জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শেষ দিনের শেষ সেশনে খেলার নিষ্পত্তি ঘটে। ইনিংস ও ৪৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাক ক্যাপসরা।

অর্ধশতক হাঁকান ওপেনার মার্ক স্টোনম্যান (৫৫), অধিনায়ক জো রুট (৫১), বেন স্টোকস (৬৬) ও ক্রিস উকস (৫২)।

তিনটি করে উইকেট শিকার করেন প্রথম ইনিংসের ৬ উইকেটশিকারি ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার ও লেগস্পিনার টড অ্যাস্টল। অন্যটি নেন প্রথম ইনিংসে চার উইকেটের মালিক টিম সাউদি।

বোল্ট-সাউদির পেস তোপে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ। যা তাদের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। জবাবে ৩৬৯ রানের বিশাল লিড নেয় কিউইরা। উইলিয়ামসন-নিকোলসের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক শিবির।

ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ মার্চ (শুক্রবার) থেকে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।