অন্যদিকে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারা ইমাদ ওয়াসিম ও রুম্মান রাইসের দলে সুযোগ হয়নি। তবে নিজের জায়গা ধরে রেখেছেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
পাকিস্তান ক্রিকেটে ভবিষ্যতে সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার ভাবা হচ্ছে ফাস্ট বোলার শাহীন আফ্রিদিকে। ১৭ বছরের এ তরুণ সম্প্রতি পিএসএলে অসাধারণ খেলেছেন।
জাতীয় স্টেডিয়াম করাচিতে তিন ম্যাচ সিরিজের এই টি-২০ গুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১,২ ও ৩ এপ্রিল। এই ভেন্যুতেই পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। আর ২০০৯ সালের পর প্রথমবার করাচিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। যেখানে প্রথম কোনো টি-২০ আয়োজন করবে স্টেডিয়ামটি।
২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর কোনো ম্যাচ হয়নি স্টেডিয়ামটিতে।
পাকিস্তান টি-২০ স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান, শাহীন আফ্রিদি।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমএমএস