শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২৫৬ রানের জবাবে সবাইকে অবাক করে দিয়ে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে নেমে পড়েন মাশরাফি। অতীতে তিন-চার-পাঁচে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।
নিজের কাজটা কিন্তু ঠিকই করেছেন ৩৪ বছর বয়সী মাশরাফি। বল হাতে ১০ ওভারে এক মেডেনে ৪৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন এই অভিজ্ঞ পেসার। দু’টি করে নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
ব্যাটসম্যান হিসেবে মাশাফির ‘লাকি ভেন্যু’ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। পঞ্চাশ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে তার প্রথম ও একমাত্র সেঞ্চুরিটি এসেছে এই মাঠ থেকেই। ২০১৫-১৬ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫২ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন শেখ জামালের বিপক্ষেই।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমআরএম