ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে সপ্তাহও অতিক্রম হয়নি। শুরু হয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ সিসিডিএম কর্মকর্তারা।

রোববার (৮ এপ্রিল) লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় এক্সিওম ক্রিকেটার্স ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

যেখানে এক্সিইওমকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যাওয়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

প্রথম দিনে গড়িয়েছে আরও চারটি ম্যাচ। ২০ দলের অংশগ্রহনের এই লিগে প্রতিদিন পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম বিভাগের খেলাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও এর আউটার, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ। এছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। তবে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ মিরপুরেই হবে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।