কেকেআরের দলপতি দিনেশ কার্তিক টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় কোহলি বাহিনীকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উকেট হারিয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় ডি ভিলিয়ার্স (৪৪), ম্যাককালাম (৪৩)।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে ক্রিস লিনের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে কেকেআর। টি-টোয়েন্টিতে ‘স্পেশালিস্ট’ ওপেনারে পরিণত হওয়া সুরিণ নারিন ঠিকই নিজের নামের সুবিচার করলেন। দিনের অপর খেলায় লোকেশ রাহুলের ঝড়ো হাফ সেঞ্চুরি করেছিলেন। ১৪ বলেরই সেই হাফ সেঞ্চুরি নারিনের করা আগের রেকর্ড ভেঙেছে। তাই বলে নারিনও থেমে থাকেননি। ঠিকই ১৯ বলে ৫০ রান তুলে নিয়েছেন। তার এই ঝড়ো হাফ সেঞ্চুরি কেকেআরকে জয়ের দিনে একধাপ ঠেলে দিয়েছে বললে ভুল হবে না। বাকি কাজটুকু নিতিশ রানা, আন্দ্রে রাসেল এবং দিনেশ কার্তিকই সেরে নিয়েছে। কার্তিক ২৯ বল খেলে ৩৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
শেষ পর্যন্ত চার উইকেটে জয় দিয়েই আইপিএল এর ১১তম আসরের সূচনা করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কেকেআর।
বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসএইচ