বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে ম্যাচের তৃতীয় দিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান মুশফিক। ১৯৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি।
বগুড়ায় মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ৫২৯ রানের জবাবে তৃতীয় দিন ব্যাট করে উত্তরাঞ্চল। ব্যাটিংয়ে নেমে অবশ্য বিপাকে পড়ে দলটি। আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে জুনায়েদ সিদ্দিকী-ধিমান ঘোষের মতো পরিক্ষীত ব্যাটসম্যানরা।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মুশফিক। নাজমুল হোসেন শান্ত (৪৫) ও আরিফুল হকদের (৪২) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। আর শেষ দিকে তাইজুল ইসলামের সঙ্গে আরও একটি জুটি গড়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন। তাইজুল ২১ রানে অপরাপজিত আছেন।
মুশফিকের ক্যারিয়ারে এটি ১০১তম প্রথম শ্রেণির ম্যাচ। এর আগে শততম ম্যাচ পর্যন্ত ৩৪.৯৭ গড়ে আটটি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস