রোববার (১৫ এপ্রিল) বিকেলে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ লীগের ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ডের গ্লাডিয়ার্স-সেভেনকে ৩৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুপার ঈগলস।
মধুপুর পৌরসভার উদ্যোগে টি-২০ ক্রিকেট লিগের দ্বিতীয় এ আসরের ফাইনালে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
পৌর মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, সিরাজুল হক, রাণী ভবানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি।
খেলায় টসে জিতে গ্লাডিয়ার্স-সেভেন সুপার ঈগলসকে ব্যাটে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে সুপার ঈগলস ৯ ইউকেটে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে মাঠে নেমে গ্লাডিয়ার্স সব উইকেট হারিয়ে ১৭ ওভারে ১০৮ রান সংগ্রহ করে।
এতে ম্যান অব দ্যা সিরিজ হন চ্যাম্পিয়ন দলের রনি ও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আশরাফ।
এ লিগে নয়টি ওয়ার্ড থেকে নয়টি টিমসহ ১২টি টিম অংশ নেয়।
বাংলাদেশ সময়; ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
টিএ