ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম টেস্টে অভিষেক হয় ১৮ বছর বয়সী পৃথ্বীর। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব চেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান এখন তিনি।
বিশ্ব ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকান পৃথ্বী। এছাড়া সব চেয়ে কম বল খেলে অভিষেকে সেঞ্চুরি করাদের মধ্যে তিনি দ্বিতীয় নম্বরে আছেন।
৯৮ বলে ১০০ করা শ বর্তমানে ১০২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা। তার রান ৭৪। ভারতের স্কোর এক উইকেট হারিয়ে ১৮২ রান।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন পৃথ্বি। তার নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৬.৭২ গড়ে রান তোলেন ১ হাজার ৪১৮।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমকেএম