প্রতিবারই সবচেয়ে ব্যয়বহুল ও তারকাসমৃদ্ধ দল গড়েও সাফল্যের দেখা পায়নি ব্যাঙ্গালুরু। এজন্য ফ্র্যাঞ্চাইজির অনেক কর্মকর্তা কোহলির নেতৃত্বকেই কারণ হিসেবে তুলে ধরেছেন।
আইপিএলে ব্যাটসম্যান কোহলির পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু অধিনায়ক কোহলি এখন পর্যন্ত কোনো শিরোপা এনে দিতে ব্যর্থ। এখন প্রশ্ন হচ্ছে, তার বদলে কাকে দায়িত্ব দেওয়া হবে? ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, কোহলিকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কাঁধে দায়িত্ব সপে দিতে চলেছে ব্যাঙ্গালুরু।
চলতি বছরের মে মাসে জাতীয় দলের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভিলিয়ার্স। অবসরের কিছুদিন পরেই আইপিএল, পাকিস্তান প্রিমিয়ার লিগ ও নিজ দেশের ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এবার তো আইপিএলে আবার তাকে আবার নেতৃত্বের ভূমিকাতেই দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে আসন্ন মৌসুমকে সামনে রেখে কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে ব্যাঙ্গালুরু। সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে সরিয়ে কোচের দায়িত্বে আনা হয়েছে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান ও ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমএইচএম