ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘শুধু আমাকে না, পুরো টিমকে আপনারা সাপোর্ট দেবেন’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
‘শুধু আমাকে না, পুরো টিমকে আপনারা সাপোর্ট দেবেন’ মাশরাফি বিন মর্তুজা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৫ অক্টোবর জন্মদিন পালন করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩৫ পেরিয়ে ৩৬-এ পা রাখলেন দিন বদলের এই দলপতি। এ নিয়ে গতকাল ক্রিকেট পাড়া থেকে শুরু করে দেশ ও দেশের বাইরে মাশরাফি বন্দনা চলে।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহন করনে মাশরাফি। তার বাবার নাম গোলাম মর্তুজা স্বপন।

মায়ের নাম হামিদা মর্তুজা বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়।

এদিকে ভক্ত-সমর্থকদের এতো শুভেচ্ছায় আপ্লুত মাশরাফি। পরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

মাশরাফি বলেন, ‘আসসালামুয়ালাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। কারণ আজকে স্যোসাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি, অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক ম্যাসেজ পেয়েছি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যই আজকের দিনটা আমাদের ফ্যামিলির জন্য স্পেশাল। কেননা আমি শুধু না আমার ছেলেরও জন্ম হয়েছিল আজকের দিনে। তো আমাদের ফ্যামিলির জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। আপনারা সবাই আমার জন্য এমন দোয়া করবেন। শুধু আমার জন্য না, আপনারা পুরো টিমকে আপনারা এভাবে সাপোর্ট দেবেন। কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা বাংলাদেশ ক্রিকেটে এ পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো। ’ 

তিনি আরও বলেন, ‘আর শেষ কথা বলতে চাই, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে। ভালোভাবে চলতে পারে সে, দোয়া করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে, আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকুয়েস্ট রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। আমাদের চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা। আপনারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ। ’

মাশরাফির কথা শুনতে এখানে ক্লিক করুন..

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।