মাওলানা তারিক জামিলের কথা মনোযোগ দিয়ে শুনছেন সরফরাজরা-ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে মোকাবেলা করবে পাকিস্তান। তার আগে দুবাইয়ে অবস্থানরত প্রভাবশালী পাকিস্তানী ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা তারিক জামিলের সঙ্গে সাক্ষাৎ করে এলেন সরফরাজরা। মূলত এশিয়া কাপে বাজে ফলাফলের পর দলের মনোবল চাঙ্গা করতেই তার শরণাপন্ন হন পাক ক্রিকেটাররা।
টুইটারে প্রকাশিত এক ছবিতে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, পেসার ওয়াহাব রিয়াজ এবং ব্যাটসম্যান বাবর আজম ও আজহার আলীকে দেখা যায় মাওলানা তারিক জামিলের সামনে বাধ্য ছাত্রের মতো বসে থাকতে। আর অজি সিরিজের জন্য দলের মনোবল চাঙ্গা করতে তাদের বিভিন্ন উপদেশ দিতে দেখা যায় এই ধর্মীয় নেতাকে।
আগামী ৭-২৮ আগস্ট দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবু ধাবির শেখ আবু যায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমএইচএম
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।