প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে সলোমন মায়ার, ক্রেইগ আরভিন ও হ্যামিলটন মাসাকাদজা ফিরে গেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। কিন্তু ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামসের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।
শেষদিকে এলটন চিগুম্বুরা ও মাভুতার সঙ্গে ২৩ ও ২৮ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডোনাল্ড তিরিপানো। ইনিংসের শেষ ওভারে ৩ বল বাকি থাকতে ২৯ রান করা তিরিপানোকে নিজের তৃতীয় শিকার বানান ডেল স্টেইন। সেইসাথে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
রাবাদা ও স্টেইন নেন তিনটি করে উইকেট । দুটি করে উইকেট পান ইমরান তাহির ও অ্যান্ডাইল ফেলুকোয়াইয়ো।
জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাইডেন মারক্রাম ও রিজা হেন্ডরিকসের ৭৫ রানের জুটিতে শুভ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ৪২ রানে মারক্রাম আউট হলে ভাঙে এই জুটি। হেন্ডরিকস করেন ৬৬ রান। হেনরিক ক্লাসেন ৫৯ রান করে প্রোটিয়াদের জয় আরও সহজ করে দেন। খায়া জোন্দো ২৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমআরএ/এসআইএস