দিনশেষে ১৪৪ রানের বড় জয় ধরা দেয় ভারত শিবিরে। এই জয়ে ২ বছর পর অনূর্ধ্ব-১৯ শিরোপা পুনরুদ্ধার করলে এশিয়ার পরাক্রমশালী এই দলটি।
এর আগে রোববার (৭ অক্টোবর) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দিবা রাত্রির ফাইনালে টস জিতে ব্যাটে নেমে যশোশি জশওয়ালের ৮৫, অনুজ রাওয়াতের ৫৭, আইয়ুস বাদোনির অপরাজিত ৫২ ও সিমরান সিংয়ের ৩৭ বলে অপরাজিত ৬৫ রানের ঝড়ো ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
বলহাতে লঙ্কানদের হয়ে কালানা পেরেরা, কালহারা সেনারত্নে ও দুলিথ ওলালাঙ্গে ১ টি করে উইকেট নেন।
জবাবে ৩০৫ রানের বড় লক্ষে খেলতে নেমে ভারতের স্পিন ঘূর্ণি ও পেস তোপের সামনে বড় কোন জুটিই গড়তে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। নিশান মাদুশঙ্কা ৪৯, নাভোদ পারানাভিথানা ৪৮ ও পাসিন্দু সুরইয়াবানদারা খেলেন ৩১ রানের ইনিংস। যা ম্যাচ শেষে সাকুল্যে ১৬০ রানের সংগ্রহ এনে দেয় লঙ্কান যুবাদের।
ভারতের হয়ে বলহাতে বাঁহাতি স্পিনার হার্শ তেয়াগি ৬টি, সিদ্ধার্থ দেশাই ২টি ও মোহিত জাঙ্গরা ১ টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচ সেরার পুরস্কার ওঠে হার্শ তেয়াগির হাতে। টুর্নামেন্ট সেরা হন ভারতের যশোশি জশওয়াল।
বাংলাদেশ সময়ঃ ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এইচএল/এমকেএম