দুই বছর পর পাকিস্তান দলে ফিরেই সেঞ্চুরির দেখা পান মোহাম্মদ হাফিজ। মাত্র এশিয়া কাপের ধকল সামলে উঠেছে দুবাই স্টেডিয়াম।
অস্ট্রেলিয়ার এই দলটি একটু অচেনাই বটে। ১৩ মাস আগে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ এশিয়ার মাটিতে জয় পায় তারা। সেই দলের একমাত্র সদস্য হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাদশে টিকে রয়েছেন ন্যাথান লায়ন। স্টিভেন স্মিথ, ক্যামেরুন ব্যাঙ্করফট এবং ডেভিড ওয়ার্নারের অবর্তমানে দলটিতে এসেছে অনেক পরিবর্তন।
৯৪টি ওয়ানডে খেলার পর ব্যাগি গ্রিনদের হয়ে প্রথমবারের মত টেস্টে মাঠে নামার সুযোগ পান অ্যারন ফিঞ্চ। অন্যদিকে তার সঙ্গে ট্রাভিস হেড এবং মারনস লাবুশানেরও অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। কিন্তু প্রথম দিনটা ঠিক নিজেদের করে রাখতে পারল না অজিরা।
দুবাই টেস্টের শুরু থেকেই ঠান্ডা মেজাজে ব্যাট করতে থাকেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ এবং ইমাম-উল-হক। ২০৫ রানের ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে ফেলেন এই দুই ওপেনার। ইমাম লায়নের বলে ৭৬ রানে আউট হলেও অন্য প্রান্তে ঠিকই ক্যারিয়ারের ১০ম এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হাফিজ।
দিনের শেষ সেশনে হাফিজকে ১২৬ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান পিটার সিডল। দিনের একদম শেষভাগে ওয়ান ডাউনে নামা আজহার আলীকে ১৮ রানে ফিরিয়ে অজি শিবিরে কিছুটা হলেও স্বস্তি বয়ে নিয়ে আসেন হল্যান্ড।
হারিস সোহেল ১৫ এবং নাইট ওয়াচ ম্যান হিসেবে নামা মোহাম্মদ আব্বাস ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমকেএম